শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরায় এনএলএফটি’র ৬ সদস্যের অস্ত্রসহ আত্মসমর্পণ

ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরায় আগ্নেয়াস্ত্র সহ এনএলএফটি’র ৬ সদস্যে পুলিশের জালে। এরা সকলে বিশ্বমোহন গোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে। গত ২১ জুলাই, ২০২২ এনএলএফটি (বিএম) গোষ্ঠীর ৪ সদস্য ত্রিপুরার ধলাই জেলার গঙ্গানগর সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছিল।

গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ খবর পায় অপহরণ এবং মানুষের কাছ থেকে অর্থ আদায় করার উদ্দেশ্যে রাজ্যে প্রবেশ করেছে তারা। খোয়াই জেলার বড়মুড়ার গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে তারা এমনটাই খবর ছিল তাদের কাছে।

সেই মত জঙ্গলের চারদিকে ওৎ পেতে বসে থাকে পুলিশ। শেষপর্যন্ত তারা জঙ্গল থেকে বের হওয়ার উপায় না পেয়ে ৪ সদস্য উমেশ কলই, ফানিজয় রীয়াং, ভিক্টর জামাতিয়া, উত্তম কিশোর জামাতিয়া আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ওই চারজনের সাথে তাদের ২ সহযোগী সূর্য্য কিশোর জামাতিয়া, ব্রজেন্দ্র রীয়াংও পুলিশের জালে ধরা পড়ে।

তাদের কাছ থেকে একটি একে ৪৬ রাইফেল, তার দুটি ম্যাগাজিন এবং ৬০ রাউন্ড গুলি, এম ২০ পিস্তল ১টি ম্যাগাজিন সহ, ৫ রাউন্ড গুলি, পয়েন্ট ৩৮ পিস্তল ১টি, ১টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি, এন এল এফ টি নোটিশ বুক এবং একটি মানি রিসিপ্ট উদ্ধার করে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *