শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরায় “ইন্ডিয়া” জোটে ফাটল! লোকসভা নির্বাচনে রাজ্যে এককভাবে লড়াই করবে সিপিএম : মানিক সরকার

ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরায় “ইন্ডিয়া” জোটে ফাটল স্পষ্ট হয়েছে। লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএম এককভাবে লড়াই করবে। আজ দলের পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত বাসুদেব আচারিয়ার স্মরণসভায় গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন। তাঁর সাফ কথা, তেইশের বিধানসভা নির্বাচনে শত্রু- মিত্রের পরিচয় মিলেছে। তাই লোকসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ে কোমড় শক্ত করতে হবে।

এদিন মানিক সরকার বলেন, আসন্ন লোকসভা নির্বাচন সিপিএমের জন্য অন্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের উপর বিশ্বাস রেখে এককভাবে লড়াই করে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

তাঁর কথায়, প্রতিনিয়ত বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে ত্রিপুরাবাসী ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাই লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে এককভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

এদিন পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ নেতৃত্বরা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সি আই টি ইউর রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *