শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরায় এনআরসির দাবিতে আবারো সরব প্রদ্যুৎ কিশোর দেববর্মন

ত্রিপুরা নিউজ ডেস্ক: দক্ষিণ জেলার শান্তির বাজারে তিপ্রামথা দলের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর ত্রিপুরা রাজ্যে এনআরসি চালু করার আবারো দাবি করেন। তিনি বলেন যারা অবৈধ ভাবে রাজ্যে এসেছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং রাজ্য থেকে বের করতে হবে।

তিনি আরো বলেন ২০১৮ সালে যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় এসেছিল তারা তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি পালন করেনি। রাজ্যে আবার বিধানসভা নির্বাচন আসছে, শাসক দলের নেতারা আবার মানুষের সামনে আসবে ও বলবে সবকা সাথ সবকা বিকাশ এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলবে রাস্তা, জল, চাকরী সব কিছু দেওয়া হবে।

কিন্তু বাস্তবে তারা মানুষের জন্য কিছু করছে না। এমন কি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নাম সরাসরি নিয়ে বলেন তিনি এসে বলবেন সকলের সব কাজ হবে, তাদের ভোট দেওয়ার জন্য। কিন্তু তারা মানুষের হয়ে কাজ করার জন্য ৫ বছর সময় পেয়েছিল কিন্তু কোন কাজ করেনি।

বর্তমান সরকার কাজ করার জন্য ৫ বছর সময় পেয়েছিল, পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম কে কটাক্ষ করলেন তারা কাজ করার জন্য ২৫বছর সময় পেয়েছিল। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বললেন ২৫ বছরে আপনারা উপজাতিদের জন্য কি করেছেন। কোন রাজনৈতিক দল ত্রিপুরার জনজাতিদের জন্য কিছু করেনি ৭০ বছরেও।

এক সময়ের তার সঙ্গী নেত্রী পাতাল কন্য এখন বিজেপিতে। এই পাতাল কন্যার নাম না করে তিনি বলেন সে টাকার জন্য রাজনীতি করে। যেখানে টাকা রয়েছে সেখানেই ছুটে যায় কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন টাকার জন্য রাজনীতি করে না, জনজাতিদের উন্নয়নের জন্য রাজনীতি করে। তাই তিনি দেশের সংবিধানের মেনে গ্রেটার তিপ্রাল্যান্ডের চাইছেন বলে জানান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *