ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরা রাজ্যে শাসকদলের দুর্বৃত্তরা সকল বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ চালাচ্ছে। অথচ একাংশ বিরোধী দলের নেতৃত্ব ঘোলা জলে মাছ শিকারের ব্যস্ত। উপ নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে ব্যাপক সন্ত্রাস চলছে। ইতিমধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেলেও এখনো নির্বাচন উত্তর সন্ত্রাস জারি রয়েছে রাজ্য জুড়ে। শাসক দলের হামলা-হুজ্জতি থেকে রেহাই পাচ্ছেন না মহিলারাও। এই অভিযোগ বিরোধী তৃণমূল কংগ্রেস দলের।
অবিলম্বে সন্ত্রাস বন্ধ করা এবং রাজ্যের শান্তির পরিবেশ সৃষ্টি করার দাবিকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের তরফে আগরতলায় মৌন গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। রাজধানীর কুঞ্জবন এলাকার মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বসে এই কর্মসূচি করেন দলের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা।
এদিনের এই গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি সুবল ভৌমিকও। তিনি বলেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে কঠিন পরিস্থিতি চলছে। এখানে আইনের শাসন নেই। যে এলাকায় উপনির্বাচন হয়েছে সেখানে তো সন্ত্রাস হয়েছে পাশাপাশি রাজ্যের অন্যান্য এলাকাগুলোতেও সমান ভাবে সন্ত্রাস সংগঠিত হচ্ছে। বাড়িঘর পুড়িয়ে দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। এ থেকে রেহাই পাচ্ছেন না মহিলারাও।
যিনি মুখ্যমন্ত্রী তিনিও নিশ্চুপ হয়ে বসে রয়েছেন। মানুষ কথা বলতে পারছেন না, জঙ্গলের রাজত্ব কায়েম করে রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেস দল এই অপশাসন এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। রাজ্যে শান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য তৃণমূল কংগ্রেস গান্ধী মূর্তির পাদদেশে মৌন গণ অবস্থান পালন করছে বলে জানান তিনি।
রাজ্যে তৃণমূলের পাশাপাশি অন্যান্য বিরোধী দলের সদস্যরাও আক্রান্ত হচ্ছে কিন্তু তা নিয়ে তাদের কোন হেলদোল নেই। এইসব রাজনৈতিক দলের নেতৃত্ব ঘোলা জলে মাছ শিকারে নেমেছে বলেও মন্তব্য করেন।
তিনি আরো বলেন কংগ্রেস কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে, এর আগে গত ২৫ বছর বামেদের দ্বারা আক্রান্ত হয়েছিল কংগ্রেস কর্মী সমর্থকরা। কিন্তু এখন কংগ্রেস নেতৃত্ব বামেদের আবার অনৈতিকভাবে ক্ষমতায় বসানোর চেষ্টা চালাচ্ছে। এর তীব্র নিন্দা জানান।