ত্রিপুরা নিউজ ডেস্ক: সমগ্র শিক্ষা কর্মসূচীর অধীনে কর্মরত সকল শিক্ষকদের নিয়মিতকরণ, সমগ্র শিক্ষা অধীনে যে সকল অশিক্ষক কর্মচারী রয়েছেন তাঁদেরও নিয়মিতকরণ করতে হবে, অন্যান্য সরকারি কর্মচারীদের মত সমগ্রশিক্ষা কর্মরত সকল কর্মচারীদেরকে ব্যাংকিং সুবিধা প্রদানসহ মোট ৫দফা দাবীকে সামনে রেখে সোমবার ডেপুটেশ দিলো ত্রিপুরা সমগ্র শিক্ষা এম্প্লয়িস অ্যাসোসিয়েশন সদস্যরা।
এদিন সংগঠনের এক প্রতিনিধিদল আগরতলার অফিস লেন এলাকার শিক্ষা ভবনে গিয়ে অধিকর্তার হাতে তাদের পাঁচ দফা দাবি সনদ তুলে দেয় এবং অধিকর্তার কাছে দাবি করে অবিলম্বে যেন তাদের এই দাবিগুলো পূরণ করা হয়। ডেপুটেশন শেষে সংগঠনের নেতা বাস্তব দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান তাদের প্রতিটি দাবী ন্যায্য এবং যুক্তিসঙ্গত।
ইতিমধ্যে তাদেরকে নিয়মিত করার দাবীতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং হাইকোর্ট উভয়পক্ষের কথা শুনে তাদেরকে নিয়মিত করার বিষয়ে রায় দেন। কিন্তু সরকার তাদেরকে নিয়মিত করার ক্ষেত্রে নানা টালবাহানা করছে। এই অবস্থায় তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন অবিলম্বে যেন এই সকল শিক্ষক কর্মচারীদেরকে নিয়মিত করা হয়।এর আগেও সমগ্র শিক্ষা কর্মরত শিক্ষক কর্মচারীরা তাদেরকে নিয়মিত করার দাবীতে ডেপুটেশন গণঅবস্থান কর্মসূচি ইত্যাদি করেছিল কিন্তু সরকার এখনও তাদের কোন দাবি পূরণ করেনি বলেও অভিযোগ।