ত্রিপুরা ডেস্ক: ত্রিপুরার উদয়পুর থেকে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত আন্তর্জাতিক রুট হচ্ছে। আজ দৃঢ় প্রত্যয়ের সুরে একথা জানান কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী প্রতিমা ভৌমিক। তাঁর কথায়, ত্রিপুরার হীরা প্লাস উপলব্ধির প্রমাণ এভাবেই খুব শীঘ্রই মিলবে ত্রিপুরাবাসীর।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় গোমতি জেলা সদর উদয়পুর থেকে ভায়া মেলাঘর ও সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত আন্তর্জাতিক রুট হচ্ছে। সমীক্ষার কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তাঁর কথায়, গতকাল ওই আন্তর্জাতিক রুট নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেছি। তাতে, মেলাঘর বাজারে একটি বাইপাস নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তাঁর দাবি, সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লা শহরের দুরত্ব ১১ কিলোমিটার। ওই রুট তৈরী হয়ে গেলে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্কের আরও উন্নতি হবে।