শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরার কুমারঘাটে লাইনচ্যুত রাজধানীর ইঞ্জিন, সুরক্ষিত যাত্রীকুল

সন্দীপ / সমীপ, আগরতলা: অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা। ত্রিপুরার কুমারঘাট স্টেশনে আগরতলাগামী রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। অবশ্য তাতে কোনও যাত্রীর ক্ষতি হয়নি। যুদ্ধকালীন তত্‍পরতায় ইঞ্জিন রেলওয়ে ট্র্যাকে তোলার কাজ চলছে।

এ-বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, ০২৫০২ নয়াদিল্লি-আগরতলা স্পেশাল রাজধানী এক্সপ্রেস আজ শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ কুমারঘাট স্টেশনে লাইনচ্যুত হয়েছে। ওই এক্সপ্রেসের ইঞ্জিনই কেবল লাইনচ্যুত হয়েছে। কোনও যাত্রীবগি লাইনচ্যুত হয়নি। ফলে, সকল যাত্রী সুরক্ষিত আছেন।

তিনি জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীন ধর্মনগর-আগরতলা শাখায় ওই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বদরপুর থেকে দুর্ঘটনায় সহায়তা প্রদানকারী ট্রেন এবং আগরতলা থেকে চিকিত্‍সা সহায়তার ট্রেন ঘটনাস্থলে ছুটে গেছে।

এছাড়া আগরতলা এবং করিমগঞ্জ থেকে বরিষ্ঠ পদাধিকারীরা ঘটনাস্থলে ছুটে গেছেন। উদ্ধারকার্যে প্রয়োজনীয় সামগ্রী সহ উদ্ধারকর্মীরাও কাজে নেমে পড়েছেন। খবর লেখা পর্যন্ত ট্রেনের ইঞ্জিন রেল লাইনে তোলা সম্ভব হয়নি। ফলে, ওই রুটে স্বাভাবিক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *