- ভাল্লুকের আক্রমণে একজন গুরুতর আহত
ত্রিপুরা নিউজ ডেস্ক: উত্তর জেলার খেদাছড়া জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ভালুকের আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে খেদাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এক ব্যক্তি।
এলাকায় রোজ দিনকার মত পুষ্পরাম রিয়াং(২৯ বছর) জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে যায়। যেখানে সে ভাল্লুকের আক্রমণের শিকার হয়। ক্ষতবিক্ষত অবস্থায় ঘুরে আসার পর খেদাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় দেখে ভর্তি করে চিকিৎসা চালাচ্ছেন। পুষ্প রাম রিয়াং ভাল্লুকের আক্রমণের শিকার হওয়ায় এলাকা জুড়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।