শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরার খোয়াইতে নতুন করে হাতির তাণ্ডবে সাধারণ মানুষ উদ্বিগ্ন

ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়ার কৃষ্ণপুর, কল্যাণপুর ইত্যাদি এলাকায় বন্য হাতির আক্রমণের ঘটনা প্রায় নিত্যদিনের। দীর্ঘ প্রায় একমাস চুপ থাকার পর পর ফের তেলিয়ামুড়া এলাকায় বন্য হাতির উন্মত্ত তান্ডব শুরু হয়েছে।

যা চিন্তার ভাঁজ ফেলেছে বনদপ্তরের হাতি তাড়ানোর কাজে নিযুক্ত এ.ডি.এস টিমসহ হাতি প্রবন এলাকা গুলিতে বসবাসকারী সাধারণ মানুষজনদের মধ্যে।

রাতে হঠাৎ করেই জঙ্গল থেকে তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে উত্তর কৃষ্ণপুর এলাকায় হাতি দল নেমে আসে। এলাকায় হাতির উপস্থিতি বুঝতে পেরে এলাকার লোকজন সঙ্গে সঙ্গে খবর দিনে আন্টি ডিপ্রেডেশন স্কোয়ার্ড তথা এডিএস টিমকে।

তারা সঙ্গে সঙ্গে এলাকায় আসেন এবং সারারাত অবস্থান করে হাতিদের গতিবিধির উপর নজর রাখেন। এডিএস টিমের ইনচার্জ রঞ্জিত বিশ্বাস জানিয়েছেন, এই দলের প্রায় ১০টি হাতি তারা দেখেছেন তবে পেছনে আরো প্রায় ৭টি হাতি রয়েছে।

এই বন্য হাতির দলটি প্রায় এক মাস ধরে স্থানীয় নমঞ্জয়বাড়ির গভীর জঙ্গলের দিকে রয়েছে এবং দীর্ঘ একমাস পর হাতির দলটি উত্তর কৃষ্ণপুর এলাকায় রাতে প্রবেশ করে।

এই দলটি চাকমা ঘাট, কপালি টিলা, চাম্পলাই এলাকা আরো প্রায় এক সপ্তাহ ধরে অবস্থান করার পর ফের জঙ্গলমুখী হবে বলে তাদের ধারণা। মূলত, গভীর বনাঞ্চলগুলো চোরা শিকারি থেকে শুরু করে কাঠ পাচারকারীদের কারণে জঙ্গল ফাঁকা হচ্ছে, ফলে বনে খাদ্য সঙ্কট দেখা দিচ্ছে।

আর সে কারণেই হাতির দল বারবার লোকালয়ে প্রবেশ করে ধ্বংসলীলা চালাচ্ছে বন কর্মীদের অভিমত। তবে লোকালয়ে ফের বণ্য হাতির প্রবেশকে কেন্দ্র করে আতঙ্কগ্রস্ত হাতি প্রবন এলাকা গুলিতে বসবাসকারী সাধারণ মানুষজন। তারা চাইছে হাতির সমস্যা নিরসনে যেন স্থায়ী উদ্যোগ গ্রহণ করে বনদপ্তর।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *