শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরার পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ

ত্রিপুরা নিউজ ডেস্ক: এবার ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই প্রস্তাব নিয়ে কলকাতার বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে এসেছিলেন উত্তর পূর্ব ভারতের রাজ্যটির পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরি।

শুধু এই বিষয়ে নয়, আরও অনেক বিষয়েই ত্রিপুরার মন্ত্রীর সঙ্গে আলোচনা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর, এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “ত্রিপুরা রাজ্যের পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য প্রয়োজন এর বহুল প্রচার এবং সঠিক ব্র্যান্ডিং এবং এর জন্য আমাদের দরকার এমন একজন জনপ্রিয় ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর যাঁকে সারা বিশ্ব চেনে। ত্রিপুরার পর্যটনকে সরা বিশ্বের সামনে তুলে ধরতে আমাদের সবার প্রিয় দাদা ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আর কে হতে পারে?”

এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, “ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় আমাদের ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। এটা অত্যন্ত গর্বের বিষয়। আজ তাঁর সঙ্গে টেলিফোনে আমার কথা হয়েছে। তাঁর অংশগ্রহণ নিশ্চিতভাবে রাজ্যের পর্যটন ক্ষেত্রে বাড়তি প্রেরণা যোগ করবে, এই বিষয়ে আমি আত্মবিশ্বাসী।”

সুশান্ত চৌধুরীর পোস্ট: “আমাদের ত্রিপুরা রাজ্যের #পর্যটনকে সারা বিশ্বের সামনে তোলে ধরার জন্য প্রয়োজন এর বহুল প্রচার ও সঠিক ব্রান্ডিং এবং এর জন্য আমাদের দরকার এমন একজন জনপ্রিয় ব্রান্ড অ্যাম্বাসেডর যাঁকে সারা বিশ্ব চেনে!

ত্রিপুরার পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে আমাদের সবার প্রিয় দাদা ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর চেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আর কে হতে পারে?! এই পরিকল্পনা ও ভাবনার অঙ্গ হিসেবে আজ কলকাতায় ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দাদা’র বেহালাস্থিত বাড়ীতে উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারের পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনার জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হই।

খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক দীর্ঘ আলোচনায় ত্রিপুরার পর্যটনের বিকাশের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। আমি আশাবাদী #দাদা শত ব্যস্ততার মধ্যেও আমাদের আবেদনে সাড়া দেবেন এবং খুব শীঘ্রই #সৌরভ_গাঙ্গুলী দাদা’র সাথে আজকের বৈঠকের ইতিবাচক ফলাফল আমরা পেয়ে যাবো! আজকের বৈঠকে আমার সাথে ছিলেন, ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস”।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *