শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরার বাড়িতে বাড়িতে বিবেকানন্দের ছবি লাগালে এই সরকার ৩০-৩৫ বছর থাকবে: বিপ্লব দেব

লালঝাণ্ডার ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে তাঁর সরকার এসেছে মাত্র আড়াই বছর হয়েছে। এর মধ্যেই ৩৫ বছর সরকার কী ভাবে টিকিয়ে রাখা যায় তার উপায় বাতলে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বুধবার আগরতলায় বিজেপির প্রদেশ দফতরে মহিলা মোর্চার রাজ্য কমিটির বৈঠকে বক্তৃতা দেন বিপ্লববাবু। সেখানেই তিনি মহিলা মোর্চার কর্মীদের দায়িত্ব দেন, ত্রিপুরার ঘরে ঘরে স্বামী বিবেকানন্দের ছবি পৌঁছে দিতে। বিপ্লব দেব বলেন, ‘আমি ছোট বেলায় দেখতাম ত্রিপুরার প্রায় সব বাড়িতে জ্যোতি বসু, স্তালিন, মাও সে তুংয়ের ছবি লাগানো। আমরা যেখানে ইষ্ট দেবতার ছবি লাগাই সেখানে এদের ছবি লাগত! আড়াই বছরে কটা বাড়িতে আমরা বিবেকানন্দের ছবি লাগাতে পেরেছি? এই দায়িত্ব মহিলা মোর্চার কর্মীরা নিতে পারেন না?’

এরপরই তিনি বলেন, ‘ত্রিপুরার ৮০ শতাংশ বাড়িতে যদি স্বামী বিবেকানন্দের ছবি লাগানো যায় তাহলে এই সরকার ৩০-৩৫ বছর থাকবে।’ তাঁর কথায়, ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি মানুষের কাছে তুলে ধরতে হবে। এমনিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বিপ্লববাবুর নানাবিধ বাণী সংবাদমাধ্যমে এসেছে। মহাভারতের সময়ে ইন্টারনেটের তত্ত্ব কিংবা হাঁসের অক্সিজেন ছাড়ার কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। এবার বিবেকানন্দের ছবি ৩০-৩৫ বছর সরকার টিকিয়ে রাখার কথা বললেন তিনি। যদিও বিপ্লববাবুর এহেন কথা শুনে ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, ‘তিন বছর হওয়ার আগেই এই সরকারের হাত থেকে পরিত্রাণ চাইছে সাধারণ মানুষ আবার ৩০ বছর!’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *