শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরার রাজ্যসভার আসনের সাংসদ নির্বাচিত হলেন মানিক সাহা

ত্রিপুরা নিউজ ডেস্ক: প্রথম বারের মত ত্রিপুরা থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ায় এখন শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ডা মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলা বিধানসভা ভবনে ভোট গ্রহণ এবং গণনার পর বিজেপি প্রার্থী ডা মানিক সাহাকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। এরপর বিধানসভা ভবনের ভিতরে বিজেপির নেতা কর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাতে থাকেন।

তাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করা এবং জয়ী করে পার্লামেন্টে পাঠানোর জন্য দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। বিধানসভা থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা তাঁকে শোভাযাত্রা করে ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে নিয়ে আসেন। এদিকে দলের কার্যালয়ের সামনে বাজি পুড়িয়ে ঢোল তাসা বাজিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠে দলের কর্মীরা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *