শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরায় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

তানিয়া, আগরতলা: আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। তাই দেশ থেকে সাম্রাজ্যবাদী সরকারকে উৎখাত করতে হবে। আজ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে বিজেপির বিরোধে সুর চড়ালেন পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

সারা দেশের সাথে রাজ্যেও ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপিত হচ্ছে। আজ সকালে সিপিএমের রাজ্য দপ্তরে শ্রমিক সংহতি দিবস উদযাপিত হয়েছে। এদিনে বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি, সিআইটিইউ রাজ্য দপ্তরের এদিন দলীয় পতাকা উত্তোলন করেন সিআইটিইউ রাজ্য সম্পাদক মানিক দে এবং সভাপতি শংকর প্রসাদ দত্ত। তাছাড়া, আজ সকালে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি মে দিবস পালন করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। তারপর থেকে গোটা দেশে শ্রমিক দিবস পালিত হয়। কিন্তু বিজেপি সরকারের তরফ থেকে শ্রমিক দিবসের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। তাই দেশ থেকে সাম্রাজ্যবাদী সরকারকে উৎখাত করতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *