নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরায় আরও ১০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘোষণা দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, এদিন ৩৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ১০৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্ত ১০৫ জনের মধ্যে নয়জন বিমানযাত্রী রয়েছেন৷ তাছাড়া ১২ জন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন৷ আটজনের করোনা উপসর্গ ছিল৷ বিভিন্ন স্থানে এন্টিজেন টেস্টে ৭৬ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, এদিন আক্রান্ত ১০৫ জনের জেলা ভিত্তিক হিসেবে সর্বোচ্চ পশ্চিম জেলায়৷ এই জেলায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন৷ অন্যদিকে, সিপাহীজলা জেলায় ২৭ জন, গোমতী জেলায় ষোল জন৷ খোয়াই জেলায় ৯ জন, উত্তর জেলায় ছয়জন, দক্ষিণ জেলায় ৫ জন, ধলাই জেলায় চারজন এবং ঊনকোটি জেলায় তিনজন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷
এদিকে, রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে৷ এই পরিস্থিতিতে সোমবার থেকে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার৷