শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ত্রিপুরায় ইডি-র হানা, তোলপাড় অবস্থা

আগরতলা, ২৬ আগস্ট : মঙ্গলের ভোরের আলো ফুটতেই ত্রিপুরায় চারটি স্থানে ইডি হানা দিয়েছে। আর্থিক দুর্নীতি, জমি মাফিয়া এবং অন্যান্য অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকার সন্দেহে ইডি-র ধরপাকড় শুরু হয়েছে বলে সূত্রের খবর। তবে সবচেয়ে তাৎপর্য্যপূর্ণ বিষয় হল, একজন ব্যক্তিকে ঘিরেই চারিদিকে তোলপাড় অবস্থা হয়েছে। প্রশ্ন হল, ওই ব্যক্তির সাথে রাজনৈতিক এবং সাধারণ নাগরিকের যোগসাজশের ভিত্তি কিভাবে খোঁজা হচ্ছে, তার কিনারা কোথায় গিয়ে ঠেকবে, সবই একপ্রকার ধোয়াশার মধ্যে রেখেই আজকের দিনটি পার হয়েছে।

সূত্রের দাবি, পশ্চিম ত্রিপুরা জেলায় তিনটি এবং সিপাহীজলা জেলায় একটি স্থানে আজ ইডি অভিযান চালিয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় খয়েরপুর, কাঞ্চনপল্লী এবং ক্যাম্পেরবাজার ও সিপাহীজলা জেলায় নলছড়ে ইডি-র আধিকারিকরা ব্যাপক তল্লাশি চালিয়েছেন। ওই তালিকায় প্রাক্তন মন্ত্রী, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তা থেকে শুরু করে আরো অনেকেই রয়েছেন।

সূত্রের বক্তব্য, খয়েরপুর থানাধীন বোধজং নগর থানাধীন উৎপল কুমার চৌধুরীকে কেন্দ্র করেই আজকে ইডি রাজ্যে অভিযান চালিয়েছে। তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গেও মামলা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, তাঁকে রাজনৈতিক এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের নাম জড়ানোর ভিত্তি কোথায় রয়েছে।

উৎপল কুমার চৌধুরী সম্পর্কে প্রাক্তন উপাধ্যক্ষ তথা সিপিএম নেতা পবিত্র করের ভাগ্নে হন। তবে, তাঁর আরও একটি পরিচয় রয়েছে। সিপাহীজলা জেলায় মেলাঘর থানাধীন পশ্চিম নলছড়ের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তা হারাধন বৈদ্যের জামাতা হন তিনি। আজ ইডি সকাল থেকে তাঁদের বাড়িতেই হানা দিয়েছে।

সূত্রের খবর, ইডি আজ বাধারঘাট নবজাগরণ সংঘের বাসিন্দা পরিতোষ ভৌমিকের ভাড়াটিয়া মিহির দেবনাথের ঘরেও তল্লাশি করেছে। এছাড়া, এডি নগর থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত দমকল কর্মী স্বরূপ বনিকের বাড়িতেও তল্লাশি করেছে। সূত্রের দাবি, তাঁর ভাই টিসিএস অফিসার সোমেশ বণিক। তিনি বিশালগড় মহকুমা শাসক অফিসে কর্মরত রয়েছেন।

আজকের ইডি-র দফাওয়ারী তল্লাশিতে স্পষ্ট, যাঁদের বাড়িতে অভিযান চলেছে তাঁদের সাথে উৎপল কুমার চৌধুরীর যোগসূত্র রয়েছে। কারণ, কলকাতায় অনৈতিক কার্যকলাপের দায়ে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে শুরু হওয়া বেআইনি কাজ ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত তা সহজেই অনুমান করা যাচ্ছে। তবে, ইডি আজ কাউকে গ্রেফতার করেছে এমন খবর এখনো প্রকাশ হয়নি।

তাছাড়া, আজকের এই অভিযান ঘিরে ইডি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি সংবাদ লেখা পর্যন্ত দেয়নি। ফলে, আজকের অভিযানের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিনাম সরকারিভাবে কিছুই জানা সম্ভব হয়ে উঠেনি। তবে, সূত্রের খবরে স্পষ্ট, বড় ধরণের আর্থিক নয়ছয়ের ফলেই ইডি আজ ত্রিপুরায় হানা দিয়েছে। যার কেন্দ্রে প্রধান অভিযুক্ত হিসেবে উৎপল কুমার চৌধুরী রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *