ত্রিপুরায় উপজাতি পরিষদের নির্বাচনে ধরাশায়ী বিজেপি। প্রথম বার নির্বাচনে লড়ে বড় জয় পেল নতুন দল ‘টিপ্রা’ (দ্য ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স)। মোট ২৮টি আসনের মধ্যে ১৮টি আসনেই জয়লাভ করেছে তারা। উল্টোদিকে বিজেপি এবং তার শরিক দল আইপিএফটি (ইন্ডিজেনাস পিপলস্ ফ্রন্ট অফ ত্রিপুরা) পেয়েছে মাত্র ৯টি আসন।
গত সেপ্টেম্বর মাসেই কংগ্রেস ত্যাগ করেন ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যোতমানিক্য দেব বর্মণ। গঠন করেছিলেন ‘টিপ্রা’। সেই নতুন দল নিয়ে ভোটযুদ্ধে নামেন তিনি। রাজ্যের ২০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পরিষদের ৩০টি আসন রয়েছে, যার মধ্যে ২৮টি আসনে ভোট হয়। বাকি দু’টিতে মনোনীত করেন রাজ্যপাল। ভোট হয়েছিল গত ৬ এপ্রিল।
২০১৮ সালের বিধানসভা ভোটেই ২০টি আসনের মধ্যে ১৮টিতে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি-আইপিএফটি জোট। তার তিন বছরের মধ্যে এই পরাজয়। গত উপজাতি পরিষদের নির্বাচনে ২৫টি আসন জিতেছিল বামেরা। এবার তাঁদের ঝুলিতে শূন্য আসন। কংগ্রেসও পায়নি একটিও আসন।





