শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরায় এনএলএফটির এক জঙ্গির আত্মসমর্পণ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার উত্তর জেলার অন্তর্গত কাঞ্চনপুর মহাকুমার আনন্দবাজার থানায় নিশিকান্ত জমাতিয়া ওরফে মহন্ত জমাতিয়া (৩০) নামে এনএলএফটির বিশ্ব মোহন গোষ্ঠীর এক জঙ্গি আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১ মার্চ) তিনি আত্মসমর্পণ করেন। জমাতিয়া গোমতী জেলার অন্তর্গত কাকড়াবন থানার গোলমুড়া এলাকার জয়রাম জমাতিয়ার ছেলে।

জানা যায়, বিশ্ব মোহন গোষ্ঠীতে ২০১৭ সালে যোগ দেন জমাতিয়া। দীর্ঘদিন ধরে তিনি শিলাছড়ি এলাকার গভীর জঙ্গলে জঙ্গি ডেরায় ছিলেন। সেখান থেকে তিনি পালিয়ে এসেছেন। জঙ্গি শিবিরে খাওয়া-দাওয়ার খুব সমস্যা চলছে। এ কারণে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হন।

জমাতিয়া হেঁটে জঙ্গি শিবির থেকে আনন্দবাজার থানায় আসেন বলে সংবাদমাধ্যমকে জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী। তবে আত্মসমর্পণের সময় তার সঙ্গে কোনো অস্ত্র ছিল না।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *