আগরতলা: নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠির তিন সক্রিয় সদস্য এবং মণিপুরের কেওয়াইকেএল জঙ্গী গোষ্ঠির একজন সক্রিয় সদস্য আজ ত্রিপুরায় বিএসএফের কাছে অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে এক এনএলএফটি সদস্য ত্রিপুরায় সীমান্তে টহলরত আরসি বিওপির বিএসএফ জওয়ানের খুনের সাথে জড়িত রয়েছেন। গত ৩ অগাস্ট ওই জঙ্গী ও তার সহযোগী বিএসএফ জওয়ানদের খুন করে অস্ত্র নিয়ে পালিয়েছিলেন। আজ আত্মসমর্পণের পর বিএসএফ ওই এনএলএফটি বৈরীকে পুলিশের হাতে তুলে দিয়েছে।
বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আজ এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠির তিন সক্রিয় সদস্য এবং মণিপুরের কেওয়াইকেএল জঙ্গী সংগঠনের এক সদস্য উত্তর ত্রিপুরা জেলায় পানিসাগর স্থিত বিএসএফ সেক্টর হেড কোয়ার্টারে আত্মসমর্পণ করেছেন। ওই আধিকারিকের কথায় এনএলএফটি জঙ্গী সুকু চন্দ্র দেব্বর্মা, দেবা মোহন ত্রিপুরা ও পাঁখিচান এবং মণিপুরের কেওয়াইকেএল জঙ্গী সংগঠনের সদস্য বিদ্যানন্দ আজ আত্মসমর্পণ করেছেন।
তিনি আরও জানান, আত্মসমর্পনকারী জঙ্গীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুকু চন্দ্র দেব্বর্মা এবং সরুজ দেব্বর্মা গত ৩ অগাস্ট ৬৪ নং ব্যাটেলিয়ানের আরসি নাথ বিওপির জওয়ান এসআই ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমারকে সীমান্তে টহল দেওয়ার সময় খুন করে অস্ত্র হাতিয়ে পালিয়েছিল। তাই, আজ আত্মসমর্পণের পর সুকু চন্দ্র দেব্বর্মাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।