ত্রিপুরা নিউজ ডেস্ক: দক্ষিণ ত্রিপুরার পঞ্চায়েত শাসিত অঞ্চল সাব্রুমের একটি চা বাগানে অভিযান চালিয়ে ছয় বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) সকালে তাদের আটক করা হয়।
আটক বাংলাদেশি যুবকরা অনুপ্রবেশের বিষয়ে পুলিশের চ্যালেঞ্জের মুখে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে রাজ্যের পুলিশ।
সাব্রুম থানার উপ-পরিদর্শক (এসআই) ধ্রুব মজুমদার জানান, আটকদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশের জন্য তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রুবেল হোসেন (২১), মো. রাফিত (২৩), মো. ইসমাইল (২৪), মো. ইব্রাহিম (২৫) ও মনির হোসেন (২৪)।
পুলিশের বিবৃতি অনুযায়ী, গ্রেপ্তারর মধ্যে তিনজন ফটিকছড়ির এবং বাকিরা চট্টগ্রামের বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
বাংলাদেশি যুবকদের ভারতের প্রবেশ উদ্বেগজনকভাবে বাড়ায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: নর্থইস্ট টুডে