ত্রিপুরা নিউজ ডেস্ক: তিপ্রামথার কর্মীরা গোমতী জেলার অমরপুরের বীরগঞ্জ থানাধীন মকরাই বাড়িতে নির্মিয়মাণ জৈব সার কারখানার শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেয়। পাশাপাশি শ্রমিক শেড ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। ত্রিপুরা উপজাতি স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) ডেপুটি সিইএম অনিমেষ দেববর্মা ও ইএম ডলি রিয়াংয়ের নেতৃত্বে এই ঘটনা সংঘটিত হয়। প্রকাশ্য দিনের বেলায় দুই জন প্রতিনিধির নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকদের ওই ধরনের উশৃঙ্খলতা মূলক ঘটনায় মকরাইসহ পাশ্ববর্তী গ্রামে ও অমরপুর শহরে ত্রাসের সঞ্চার হয়েছে এবং আতঙ্ক বিরাজ করছে।
টিটিএএডিসির ডেপুটি সিইএম অনিমেষ দেববর্মা ও ইএম ডলি রিয়াংয়ের নেতৃত্বে তিপ্রামথার কর্মীরা উত্তেজিত অবস্থায় মকরাই বাড়িতে বিক্ষোভ মিছিল সংঘটিত করে। মিছিলটি মকরাই বাড়ি স্কুল পেরিয়ে নির্মীয়মাণ জৈব সার কারখানা চত্বরে পৌছলেই দুই নির্বাচিত জনপ্রতিনিধিদের ও আরক্ষা কর্মীদের সামনেই উত্তেজিত তিপ্রামথার কর্মী সমর্থকরা নির্মীয়মাণ জৈব সার কারখানার স্থানে ঢুকে শ্রমিকদের প্রচন্ড মারধর করে।
শ্রমিকদের থাকার জন্য নির্মিত শ্রমিক শেড ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। আরক্ষা কর্মীরা নীরব দর্শকের ভূমিকা পালন করেন। এই ঘটনায় আহত দুই শ্রমিক কোনমতে পালিয়ে অমরপুর মহকুমা হাসপাতালে চলে আসে। প্রসঙ্গত গত কয়েক মাস ধরেই মকরাই বাড়ির সরকারী খাস জমিতে জৈব সার কারখানা নির্মাণ নিয়ে বাদ বিবাদ ও উত্তেজনা চলছিল।