শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরায় বিএসএফের গুলিতে মৃত্যু যুবকের, পাচার বাণিজ্যের অভিযোগ, উত্তেজনা ঋষ্যমুখের দেবীপুর সীমান্তে

সন্দীপ / সমীপ, বিলোনিয়া (ত্রিপুরা): ত্রিপুরার ইন্দো-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে| বিএসএফ-এর দাবি, গরু পাচারকে ঘিরে পাচারকারী হামলা করেছিল| হামলায় এক জওয়ান গুরুতর আহত হয়েছেন| আত্মরক্ষায় গুলি চালাতে হয়েছে| এতে জসিম মিয়াঁ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে|

তবে জসিম মিয়াঁর পরিবারের দাবি, বাবাকে মারধরের প্রতিবাদ করায় রাগের বশে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে| ওই ঘটনায় মৃত যুবকের পরিবারের সদস্য এবং স্থানীয় জনগণ পথ অবরোধ করেছেন| দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ ব্লকের অধীন দেবীপুর সীমান্ত এলাকায় সংঘটিত এই ঘটনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে| এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে|

এ-বিষয়ে পুলিশ আধিকারিক মিহির দত্ত জানিয়েছেন, সীমান্তে গরু পাচারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় বিএসএফ গুলি চালিয়েছে| তাতে এক যুবকের মৃত্যু হয়েছে| তিনি বিএসএফ-এর উদ্বৃতি দিয়ে বলেন, বাংলাদেশ এবং ত্রিপুরার পাচারকারীরা আজ দেবীপুর সীমান্ত দিয়ে গরু পাচার করছিল| ওই সময় বিএসএফ তাদের বাধা দেয়| তখন বিএসএফ-এর সাথে পাচারকারীদের হাতাহাতি হয়েছে| এক সময় বিএসএফ জওয়ান নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি ছুঁড়ে| এতে, জসিম মিয়াঁ গুরুতর আহত হন| তিনি জানান, জসিম মিয়াঁকে প্রথমে ঋষ্যমুখ হাসপাতালে নেওয়া হয়েছিল| তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিত্‍সকরা তাকে বিলোনিয়া হাসপাতালে স্থানান্তর করেন| কিন্তু বিলোনিয়া হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে|

এদিকে, বিএসএফ জানিয়েছে, পাচারকারীদের আক্রমণে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন| ফলে আত্মরক্ষায় গুলি চালাতে হয়েছে| বিএসএফ-এর আরও দাবি, গুলি না চালালে পাচারকারীদের আক্রমণে আরও বেশ কয়েকজন জওয়ান আহত হতেন| আহত জওয়ানকে বিলোনিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে|

কিন্তু পুলিশ ও বিএসএফ-এর এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে মৃতের পরিবার| মৃতের বাবা খালেক মিয়াঁ দাবি করেন, পাচারের সাথে আমাদের কোনও সম্পর্ক নেই| তিনি বলেন, আজ গরু নিয়ে বাগানে যাওয়ার সময় বিএসএফ আমাকে বাধা দেয় এবং মারধর করে| এই খবর পেয়ে পাশেই জমিতে ক্রিকেট খেলছিল ছেলে। সেখান থেকে সে ছুটে এসে বিএসএফ-এর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে| এর পরই বিএসএফ জওয়ানরা তাকে গুলি করেছে| খালেক মিয়াঁর বক্তব্য, আমার ছেলে কলেজে পড়াশুনা করছে| পাচারের সাথে আমাদের কোনও সম্পর্ক নেই| বিএসএফ নিজেদের দোষ ঢাকতে গরু পাচারের গল্প সাজিয়েছে|

এদিকে, জসিম মিয়াঁর মৃত্যুর ঘটনায় স্থানীয় জনগণ ও মৃতের পরিবার দেবীপুরে রাস্তা অবরোধ করেছেন| পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে| শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় বিশাল পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হয়েছে|

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *