শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় সাড়ে তিন শতাধিক কর্মীর তৃণমূল কংগ্রেসে যোগদান

আগরতলা: বৃহস্পতিবার গোমতী জেলার অমরপুরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় সাড়ে তিন শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন সাংসদ তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য তৃণমূল নেতা সুবল ভৌমিক। রাজ্যের তৃণমূল কংগ্রেসের যোগদানের হিড়িক পড়েছে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ থেকে এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব রাজ্যে অবস্থান করছেন। তারা রাজ্যের বিভিন্ন এলাকা চষে বেড়াতে শুরু করেছেন। রাজ্যে আসাম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাসীন করার লক্ষ্যেই তারা কোমর বেঁধে ময়দানে নেমেছেন।

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যে অবস্থান করে যাবতীয় সাংগঠনিক বিষয়গুলো খতিয়ে দেখছেন। এছাড়াও বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব রাজ্যে অবস্থান করছেন। রাজ্যের বর্ষীয়ান নেতা সুবল ভৌমিকে সামনে রেখে তারা সাংগঠনিক তত্‍পরতা শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার অমরপুরে তৃণমূল কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় ৬০ পরিবারের ৩৫০ জন সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হন। তাদের হাতে পতাকা তুলে দিয়ে প্রাক্তন সাংসদ তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। আইনের শাসন বলতে কিছুই নেই।

তৃণমূল কংগ্রেসের নেতা রাজধানীর একটি হোটেলে থাকতেন। চক্রান্ত করে ওই হোটেল থেকে তাদেরকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে। ঋতব্রত বাবু বলেন হোটেল থেকে বের করে দিলেও রাজ্যের জনগণ তাদেরকে সাদরে গ্রহণ করছেন। ২০২৩ সালে রাজ্যের জঙ্গল রাজত্বকে উত্‍খাত করে রাজ্যে মা মাটির মানুষের সরকার গঠন করা হবে বলে তিনি উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন করাই লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।রাজ্যের বিভিন্ন দলে থাকা কর্মীদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পতাকাতলে শামিল হয় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গঠনের কাজে এগিয়ে আসার জন্য।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *