নিজস্ব প্রতিনিধি, আগরতলা: যথাযোগ্য মর্যাদায় ও কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। নজরুল কলাক্ষেত্রে কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তিতে মাল্যদান করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী শ্রীমতি চাকমা সাংবাদিকদের জানান, কাজী নজরুল ইসলামের রচিত গানগুলো আজও এপার ও ওপার বাংলার মানুষের প্রাণের গান। তাঁর রচিত কবিতা ও গানের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, সাম্পদায়িক ভ্রাতৃত্ববোধ, মানবিকতার কন্ঠ ফুটে উঠেছে। মন্ত্রী সান্তনা চাকমা এদিন বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্যের আপামর জনসাধারণকে শুভেচ্ছাও জানিয়েছেন। জীবনে চলার পথে গৌতম বুদ্ধের দেখানো পথে এগিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন।
এদিনের শ্রদ্ধা’লি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডা. দিলীপ দাস, রাজ্যভিত্তিক সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুভাষ দেব, রাজ্য উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ড. অরুনোদয় সাহা, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, টি আর টি সি-এর চেয়ারম্যান দীপক মজমদার, রাজ্যভিত্তিক সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির সদস্য সুুবত চক্রবর্তী, তথ্য ও সংস্ক’তি দপ্তরের সচিব পি কে গোয়েল এবং অধিকর্তা রতন বিশ্বাস। অতিথিগণ কবির মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন মানুষের কবি। তাঁর সমগ্র রচনায় কবি মানুষের জয়গান গেয়েছেন। আজ বিশালগড় মহকুমার লেম্বতলী গ্রাম প’ায়েতের উত্তর এম সি নগর জনপ্রিয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষা দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলামের চিন্তাধারাকে ছড়িয়ে দিতে হবে। তিনি শুধুমাত্র জন্মজয়ন্তী উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে কাজী নজরুল ইসলামের জীবন ও তাঁর লেখা আজকের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক নারায়ণ চৌধুরী, জিলা পরিষদের সদস্য বিশ্বজিত্ সাহা, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সাজ ওয়াহিদ এ। সভাপতিত্ব করেন লেম্বতলি গ্রাম প’ায়েতের প্রধান মায়ারাণী দেববর্মা। কোভিড স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।