শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরায় রক্তদানে বাধা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপ চাইল বামপন্থী ছাত্র ও যুব সংগঠন

আগরতলা: ত্রিপুরায় রক্তদান শিবিরে হামলার অভিযোগ এনে বামপন্থী ছাত্র ও যুব সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপ চেয়েছে। পাশাপাশি একই বিষয়ে ১১টি আন্তর্জাতিক এবং ২টি জাতীয় সংগঠনেরও হস্তক্ষেপ চেয়েছে।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে ডিওআইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ত্রিপুরায় এখন রক্তদান শিবিরে বাধা দেওয়া হচ্ছে। তিনি সরাসরি শাসক দল বিজেপি-কে নিশানা করে বলেন, রক্তশূন্যতায় ত্রিপুরার হাসপাতালগুলি ধুঁকছে। রোগী বিনা চিকিত্‍সায় মারা যাচ্ছেন। অথচ, স্রেফ রাজনৈতিক স্বার্থে বামেদের আয়োজিত রক্তদান শিবিরে বাধা দেওয়া হচ্ছে।

তাঁর কথায়, সম্প্রতি দুটি ঘটনায় বামপন্থী ছাত্র-যুব কর্মীরা রক্তদান শিবিরে অংশ নিয়ে আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, শাসক দলের সমার্থকরা বিরোধীদের ভয়ভীতি প্রদর্শন করছেন। রক্তদানেও রাজনীতি টেনে আনা অত্যন্ত দুর্ভাগ্যের বলে তিনি মন্তব্য করেন। তাই, বামপন্থী ছাত্র ও যুব সংগঠন এ-বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপ চেয়েছে। তাঁর বক্তব্য, সমস্ত ঘটনা এবং ত্রিপুরার বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে বিশ্ব স্বাস্থ্যকে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির প্রতিলিপি ১১টি আন্তর্জাতিক এবং দুটি জাতীয় সংগঠনের কাছেও পাঠানো হয়েছে। হিন্দুস্থান সমাচার / সন্দীপ / এসকেডি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *