ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরা রাজ্যের মন্ত্রী এবং সদলীয় বিধায়কের বাক যুদ্ধের কারণে রাজ্য রাজনীতি সরগরম। বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক প্রসঙ্গে মন্ত্রী রতন লাল নাথের মন্তব্য, তিনি হয়তো মনের দুঃখ থেকে এ সমস্ত কথা বলছেন। বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক শিক্ষা মন্ত্রী রতন লাল নাথের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ রতন লাল নাথ সব সময় খারাপ আচরণ করেন। তার আচরণ থেকে মনে হয় বিধায়ক যেন মন্ত্রীর নিচের স্তরের কর্মী।
এমনকি বিধায়ক মন্ত্রীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। এই বিতর্কে সূচনা হয় দক্ষিণ জেলার বিলোনিয়া কলেজের দুই অধ্যাপকের বদলিকে ঘিরে। বিধায়কের অভিযোগ কলেজে পর্যাপ্ত সংখ্যক অধ্যাপক না থাকার পরও তাদেরকে বদলি করা হয়। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিধায়ক নিজে শিক্ষামন্ত্রীকে ফোন করেছিলেন তাদের অন্যত্র সরিয়ে না নিয়ে যাওয়ার জন্য, মন্ত্রী তার সঙ্গে অব্য আচরণ করেন বলে অভিযোগ। ক্ষুব্ধ বিধায়ক সাংবাদিক সম্মেলন করে একথা গুলো জানান।
পাশাপাশি তিনি মন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। মন্ত্রীর বেশি দায়িত্ব রয়েছে তাই তার মাথা সঠিক ভাবে কাজ করছে না, এই অবস্থায় কিছু দায়িত্ব অন্য কাউকে দেওয়ার আহ্বান জানান বিধায়ক। রতন লাল নাথের সম্পত্তির উৎস কি তার সুষ্ঠু তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়াও দাবি করেন বিধায়ক। এই বিষয়ে মন্ত্রী রতন লাল নাথকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অরুণ চন্দ্র ভৌমিকের মনে হয়তো দুঃখ রয়েছে।
দুঃখ থেকে তিনি এমন কথা বলতেই পারেন। তাই এই বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি নন। তখন সাংবাদিকদের তরফে জানতে চাওয়া হয় দলের হাই কমান্ডকে কিছু জানিয়েছেন কি? উত্তরে মন্ত্রী বলেন যদি কোন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় তাহলে দল নেবে তিনি এই বিষয়ে কাউকে কিছু বলবেন ও না।