ত্রিপুরা নিউজ ডেস্ক : ত্রিপুরার রাজধানী আগরতলায় আজ থেকে শুরু হয়েছে চৈত্র মেলা। এই মেলা চলবে চৌদ্দ এপ্রিল পর্যন্ত। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে বিনামূল্যে ভিটি বন্টন করা হয়েছে।
প্রসঙ্গত, অন্যান্য বছরের ন্যায় এবছরও আগরতলায় শকুন্তলা রোডে বসেছে চৈত্র মেলা। গ্রাম গঞ্জের বহু মানুষ চৈত্রের হাটে কেনা কাটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। তাঁদের ধারণা চৈত্রের হাটে কম মূল্যে জিনিস বিক্রি হয়। আনন্দের সহিত তারাও কেনা কাটা করে থাকেন। ব্যবসায়ীরাও কিছু বাড়তি রোজগারের অপেক্ষায় থাকেন।
আজ ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে গিয়েছেন। প্রতি বছরের মতো এবছরের চৈত্র মেলার প্রথম দিনেই ক্রেতাদের ভিড় লক্ষ্যনীয় ছিল। ক্রেতারা উৎসাহের মধ্য দিয়ে বিভিন্ন সামগ্রী কিনছেন।