শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরায় সংবাদ সম্মেলনে সুব্রহ্মণ্যম স্বামী: ভারতের উচিত বাংলাদেশে হামলা করে দখল করে নেওয়া

মাছুম বিল্লাহ: ভারতের বিতর্কিত বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বাংলাদেশে হামলা ও দখল করে নেওয়ার জন্য ভারত সরকারকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, যদি হিন্দুদের ওপর হামলা ও নির্যাতন বন্ধ না হয়, তাহলে এটা করা উচিত।

ত্রিপুরার আগরতলায় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভারত বাংলাদেশের হিন্দুদের সব সময় সমর্থন করবে এবং তাদের পাশে থাকবে। ত্রিপুরা টাইমস এ খবর দিয়েছে।

‘বাংলাদেশে যে সব পাগল মানুষ হিন্দু মন্দির ভাঙ্গছে, মন্দিরকে মসজিদে রুপান্তর করছে এবং হিন্দুদের ধর্মান্তরিত করছে’, তাদেরকে দমন করার জন্য প্রধানমন্ত্রী শেখ অনুরোধ করেন বিজেপির এই নেতা।

তিনি ভারতে রাম মন্দির, কৃষ্ণ মন্দির ও কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণের জন্য মুসলিম সম্প্রদায়কে আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *