- ইডির হাতে ধৃত যুবক, উদ্ধার জাল স্ট্যাম্প, নথি
ত্রিপুরা নিউজ ডেস্ক: সরকারি অফিসার হিসাবে নিজেকে পরিচয় দিয়ে এক অসরকারি সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নিজেকের ত্রিপুরা সরকারের এক আধিকারিক হিসাবে পরিচয় দিতেন যুবক। তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)।
ইডি সূত্রে খবর, ধৃতের নাম উৎপল কুমার চৌধুরী। তাঁর কাছ থেকে ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরের প্রচুর জাল স্ট্যাপ, পরিচয়পত্র-সহ বেশ কিছু ভুয়ো নথি। বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যক্তির কাছ থেকে টাকা তুলতেন। শুধু তা-ই নয়, একটি ভুয়ো অসরকারি সংস্থা খুলে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছ থেকে মোটা টাকা তুলেছেন বলে অভিযোগ। ত্রিপুরা ছাড়াও দিল্লি, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গেও তাঁর প্রতারণা জাল ছড়িয়ে ছিল।
তদন্তকারীরা জানিয়েছেন, নিজেকে ত্রিপুরার উচ্চশিক্ষা দফতরের অধিকর্তা হিসাবে পরিচয় দিতেন উৎপল। আর সেই পরিচয় ভাঁড়িয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতারণা করেছেন। এমনকি বহু ছাত্রছাত্রীকে ভাল শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা আদায় করেছেন। ইডি সূত্রে খবর, একটি স্বীকৃত অসরকারি সংস্থাকেও তাঁর প্রতারণার ফাঁদে ফেলেন উৎপল। সেই অসরকারি সংস্থার ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে মাধ্যমে টাকা আদানপ্রদান করেছেন উৎল। ইডির একটি সূত্রের দাবি, উৎপলের সঙ্গে ত্রিপুরার সরকারি দফতরের কিছু শীর্ষ আধিকারিকের সঙ্গে যোগ রয়েছে। এই আধিকারিকেরা উৎপলকে বড় বড় ব্যবসায়ী এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতেন। বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয় মোটা টাকা আদায় করতেন।