সন্দীপ / সমীপ, আগরতলা: সামাজিক ভাতা তথা পেনশনের সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রকৃত প্রাপকদের কাছে তা পৌঁছে দিতে যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিগত সরকারের সময়কালে বিভিন্ন স্কিমের সামাজিক ভাতায় হাজার হাজার ভুয়ো নামের সন্ধান মিলেছে। অথচ বহু প্রকৃত মানুষ সেই সুবিধা পাননি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার ঘোষণা করেছেন, ভেরিফিকেশনের পর যাঁদের নাম সামাজিক ভাতা প্রকল্প থেকে পড়েছিল, তাঁরা পুনরায় আবেদন করার সুযোগ পাবেন।
তাঁর কথায়, আগামী ১৫ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার চাইল্ড ডেভেলপমেন্ট অফিসারের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা এপিএল কার্ডের গ্রাহক তাঁরাও আবেদন করতে পারবেন। তাঁদের বার্ষিক আয়ের শংসাপত্র তৈরি করে দিতেও প্রশাসন আন্তরিক উদ্যোগ গ্রহণ করবে। তিনি আরও জানিয়েছেন, যাঁরা এপিএল তালিকায় থাকার জন্য এনএসএপি স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন না তাঁদের রাজ্য সরকারের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।
এদিন তিনি দাবি করেন, ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সামাজিক পেনশনের বিষয়ে যত্নশীল ভূমিকা গ্রহণ করে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন স্কিমের আওতায় ২৯ হাজারের বেশি মানুষ সামাজিক পেনশনের সুবিধা গ্রহণ করছেন। মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই সেই কাজ শুরু করে ত্রিপুরা সরকার। তিনি প্রত্যয়ের সুরে বলেন, ত্রিপুরা সরকার আন্তরিক ভাবেই চাইছে, সামাজিক পেনশনের সুবিধা পাওয়ার মতো প্রকৃত একজনের নামও যেন বাদ না যায়।
যাঁদের পেশাগত শংসাপত্র বা প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে সমস্যা রয়েছে তা সমাধান করতেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে বহু ভ্রান্ত নাম এভাবে তালিকার মধ্যে ছিল। কিন্তু যাঁরা নির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত অথচ সার্টিফিকেট নেই তাঁদের তা দেওয়ার ক্ষেত্রেও উদ্যোগ নেবে ত্রিপুরা সরকার। তাঁরা সামাজিক পেনশনের জন্য আবেদন করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

