আগরতলা: আজ রবিবার থেকে ত্রিপুরায় বিদ্যুতের প্রিপেইড মিটারের সূচনা হয়েছে৷ প্রাথমিকভাবে সারা ত্রিপুরায় নির্দিষ্ট কয়েকটি মহকুমায় ১ লক্ষ ৮৪ হাজার ২২৮টি প্রিপেইড মিটার বসানো হবে৷ ইতিমধ্যে ১ লক্ষ মিটার বসানো হয়ে গেছে৷ আজ বিদ্যুৎমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা প্রিপেইড মিটারের সূচনা করেছেন৷
এ-বিষয়ে তিনি বলেন, বহুদিন ধরে বিদ্যুতের প্রিপেইড মিটার চালু করার চেষ্টা হচ্ছিল৷ আজ তা সম্ভব হয়েছে৷ তাঁর কথায়, আপাতত ১ লক্ষ ৮৪ হাজার ২২৮টি প্রিপেইড মিটার ক্রয় করা হয়েছে৷ ধীরে ধীরে সমগ্র ত্রিপুরায় প্রিপেড মিটার বসানো হবে৷
উপমুখ্যমন্ত্রী বলেন, প্রিপেইড মিটার বিদ্যুৎ চুরি কমাতে সহায়ক ভূমিকা নেবে৷ সাথে বকেয়া আদায়ের ঝামেলা থেকেও মুক্তি দেবে৷ তাঁর দাবি, গ্রাহকদের সুবিধায় প্রিপেইড মিটার চালু হয়েছে৷ কারণ, বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার জন্য এখন আর গ্রাহকদের লাইনে দাঁড়াতে হবে না৷ তাছাড়া, বকেয়া বিলের পাহাড় না হলে, নিগম লাভের মুখ দেখবে৷ তাতে, পরিষেবা আরও উন্নত করা সম্ভব হবে৷
উপমুখ্যমন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানে অনুপ্রাণিত হয়েই প্রিপেইড মিটারের পথে হেঁটেছি আমরা৷ তাতে, নিশ্চিতভাবে গ্রাহকদের উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব হবে৷
প্রসঙ্গত, প্রিপেইড মিটার ব্যবহারকারী বিদ্যুৎ ভোক্তারা অগ্রিম টাকার বিনিময়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন৷ খাতায় টাকা ফুরিয়ে গেলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাবে৷