শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরা জুড়ে চলছে মহা লোক আদালত

ত্রিপুরা ডেস্ক: শনিবার ত্রিপুরা রাজ্যে বসেছে মহা লোক আদালত। রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসেছে। এদিন মোট ৬৬ টি বেঞ্চে মোট ১৯,৪০৫ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে। এদিন বেলা ১০টায় আদালত শুরু হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য।

তিনি আরো বলেন এই মহা লোক আদালতে বিচারাধীন মোটর যান দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা, ট্রাফিক চালান সংক্রান্ত মামলা, মীমাংসাযোগ্য ফৌজদারি মামলা, ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত প্রাক-মামলা বিরোধের বিষয় সমূহ, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধ, চেক বাউন্সের মামলা এবং অন্যান্য বিভিন্ন ধরনের দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে। এই মহা লোক আদালতে নূন্যতম জরিমানার ৫০শতাংশ অর্থ জমা দিয়ে ট্রাফিক মামলা নিষ্পত্তির বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।

মহা লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,২২৬ টি মামলা, এম এ সি টি মামলা ২৬৮ টি, ট্রাফিক চালান সংক্রান্ত ১০,৮১৮ টি মামলা, জমির বিরোধ সংক্রান্ত ৮৪ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ১৬১৩ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ২৭৫৭টি মামলা, বৈবাহিক বিরোধের ১৪২টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৪৪০টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫৭ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়েছে। আদালত চত্বরে করোনা অতিমারির জন্য সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশিকাগুলি মেনে করা হচ্ছে।

আদালতের ভেতর এবং বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে। লোক আদালতে অংশ নিতে আসা সবার জন্যেই মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানিয়েছেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *