ত্রিপুরা নিউজ ডেস্ক: দেশ এবং বিদেশের সঙ্গে তাল মিলিয়ে এক মাসের রোজা শেষে মঙ্গলবার ত্রিপুরা রাজ্যে বসবাসরত ইসলাম ধর্মাবলম্বী মানুষ খুশির ঈদ পালনে মেতে ওঠেন। এদিন সকালে নতুন জামা কাপড় পড়ে নানা বয়সী লোকজন একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উপলক্ষে রাজধানী আগরতলা শহর রাজ্যের অন্যান্য জায়গায় মসজিদগুলোতে বিশেষ নামাজের আয়োজন করা হয়।
রাজ্যের সবচেয়ে বড় নামাজ অনুষ্ঠিত হয় আগরতলার চিত্তরঞ্জন রোড এলাকার গেদুমিয়া মসজিদের ঈদগা ময়দানে। এখানে কয়েকশো মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়াও রাজধানীর শান্তি পাড়া মসজিদ রামনগর মসজিদ সহ সব মসজিদে বিশেষ নামাজের আয়োজন করা হয়। বিভিন্ন বয়সী মানুষ মসজিদে এসে একে অপরকে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ বছর ঈদকে ঘিরে বাড়তি আনন্দ লক্ষ্য করা যায়। কারণ গত দুই বছর করোনা মহামারীর কারণে বাইরে বড় করে আয়োজন করা যায়নি। এবছর তেমন কোনো বিধিনিষেধ না থাকায় অবাধে মানুষ মসজিদে এসে নামাজ আদায় করেন। তবে নামাজের সময় বৃষ্টির আসায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই ঈদের নামাজে অংশ নেন।