আগরতলা: সেপ্টেম্বরেই প্রথম ট্রায়াল রান শুরু হবে ত্রিপুরা-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ ব্যবস্থার। সোনামুড়া-দাউদকান্দি রুটে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নদীপথে শুরু হবে পণ্য পরিবহণ, এমনটাই জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
৯৩ কিলমিটার লম্বা সোনামুড়া-দাউদকান্দি জলপথ ইন্দো-বাংলা প্রোটোকলের মধ্যে চলতি বছরের মে মাসে আওতাভুক্ত হয়েছিল।
ফেসবুক পেজে বিপ্লব দেব জানিয়েছেন, ‘সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে ট্রায়াল। ভারত-বাংলাদেশের মধ্যে পরীক্ষামূলক যাত্রায় বার্জে ৫০ মেট্রিক টন সিমেন্ট ঢাকা থেকে সোনামুড়ায় পৌছবে। ত্রিপুরার জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথম জলপথে পণ্য ত্রিপুরা পর্যন্ত আসছে’।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ ত্রিপুরায় পরীক্ষামূলক পণ্য রফতানির অনুমতি দিয়েছেন। ঢাকা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণের ট্রাফিক এন্ড প্রোটোকল ডিরেক্টর মহম্মদ রফিকুল ইসলাম ফোনে জানিয়েছেন নদীপথে পরীক্ষামূলক পণ্য পরিবহণের জন্য ১০০০ ব্যাগ সিমেন্ট পাঠানো হচ্ছে।
পরিবহণ সংস্থাকে ২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পণ্য পরিবহণের অনুমতি দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ওই নদীপথ পরিদর্শন কিছু সমস্যা দেখতে পেয়েছিলেন। সমস্যার কারণেই প্রথমে পরীক্ষামূলক ভাবে ৫০ মেট্রিক টন পণ্য পরিবহণের করার জন্যে কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন। তবে, দাউদকান্দি থেকে বিবিরবাজার পর্যন্ত নদীপথে বেশি সাবধানতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ত্রিপুরাবাসীর বহুদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। অবশেষে বাংলাদেশ থেকে গোমতী নদী হয়ে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর পর্যন্ত জাহাজ চলাচলের ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সরাসরি নৌপরিবহন চালু হওয়ার ছাড়পত্র পাওয়ায় রাজ্যবাসী খুশির মেজাজে। অনেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ জন্য ধন্যবাদ জানাচ্ছেন।