পুরভোটের আগে উত্তেজনার পারদ চড়ছে ত্রিপুরায়। বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁর দলের নেতা সুদীপ রায় বর্মণ। এবার এই নিয়ে পাল্টা বিপ্লব দেবকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু। তৃণমূল বিধায়ক মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, এতদিন যা তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছিল।
এবার সেটা প্রকাশ্যে সামনে এনে দিয়েছেন তাঁরই দলের নেতা। বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সুদীপ রায় বর্মন যে অভিযোগ করেছেন তারপরে হিম্মত থাকলে তাঁকে দল থেকে বহিষ্কার করে দেখাক বিপ্লবদেব সরকার। ত্রিপুরা বিজেপি খোকা-খুকুর দাপাদাপিতে পরিণত হয়েছে বলে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। প্রসঙ্গত উল্লেখ্য আজ ব্রাত্য বসুদের বিমান দমদম বিমানবন্দরে অবতরণের সময় চরম বিপত্তির মধ্যে পড়েছিল। রানওয়েতে কুকুর ঢুকে পড়ায় অবতরণে দীর্ঘক্ষণ দেরি হয়। সেই বিমানে ব্রাত্য বসু, সায়নী ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন।