ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরা বিধানসভার আরো এক বিধায়ক পদত্যাগ পত্র পেশ করলেন।
৪৪ রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের ipft বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা শুক্রবার আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এর বিধানসভা ভবনে এসে স্পিকার রতন চক্রবর্তীর কাছে তার পদত্যাগ পত্র জমা করেন।
এই সময় পদত্যাগি বিধায়কের সঙ্গে ছিলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।
এ থেকে সহজেই অনুমান করা যায় তিনি আইপিএফটি ছেড়ে তিপ্রামথায় যাচ্ছেন।