শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ত্রিপুরা সফরে আসছেন নয়াদিল্লিস্থিত বাংলাদেশের হাই কমিশনার, ঘুরে দেখবেন বিভিন্ন প্রকল্প

আগরতলা: সস্ত্রীক ত্রিপুরা সফরে আসছেন নয়াদিল্লিস্থিত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইমরান। সাথে থাকবেন ফার্স্ট সেক্রেটারিও। চারদিনের ত্রিপুরা সফরে তিনি ভারত-বাংলাদেশ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ঘুরে দেখবেন। সম্প্রতি ত্রিপুরা সফর করে গেছেন ঢাকা স্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী। এরপরই বাংলাদেশ হাই কমিশনারের ত্রিপুরা সফর যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, দুই দেশের প্রধানমন্ত্রী চাইছেন ত্রিপুরায় ভারত-বাংলাদেশের চলমান প্রকল্পের কাজ অতি দ্রুত সম্পন্ন হোক।

আগামী ১২ অক্টোবর সস্ত্রীক ত্রিপুরায় আসবেন নয়াদিল্লিস্থিত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান। এদিনই তিনি ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত্‍ করবেন। ১৩ অক্টোবর থেকে তিনি বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ঘুরে দেখা শুরু করবেন। বিলোনিয়ায় মুহুরী চর এবং মুহুরী ঘাট ল্যান্ড পোর্ট, সাব্রুম-এ নির্মাণাধীন ফেনী মৈত্রী ব্রিজ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সাব্রুম রেল স্টেশন, শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টম এবং গোমতী নদী বন্দর এবং আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্প-র কাজের অগ্রগতি ঘুরে দেখবেন তিনি। ১৫ অক্টোবর তিনি দিল্লি-র উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সন্দীপ / কাকলি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *