আগরতলা প্রতিনিধি: কী করে এই ভুলগুলো হচ্ছে বারবার। নিজের ক্ষমতায় তিলটাও নিজের অর্জন। সেটাই দেখানো উচিৎ। অথচ বারবার একই ভুল। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের পর এবার উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্য উন্নয়নের জয়গান গাইতে গিয়ে রাজ্যের সরকার ব্যবহার করল কিনা শিয়ালদহ উড়ালপুলের ছবি! ঘটনায় ত্রিপুরার বিপ্লব দেবের প্রশাসনকে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল।
উল্লেখ্য, গাড়ি চালানোর নিয়ম সংক্রান্ত একটি স্লোগান লেখার প্রতিযোগিতার বিজ্ঞাপনে ত্রিপুরা সরকার যে ছবিটি দিয়েছে, সেটি মূলত শিয়ালদহ বিদ্যাপতি সেতুর।
সরকারি বিজ্ঞাপনে শিয়ালদা উড়ালপুলের ছবি। সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, নীল-সাদা রেলিং, ট্রাম লাইন, বাস, ট্যাক্সি। এ কী কাণ্ড! প্রসঙ্গত, ত্রিপুরা সরকারের তরফে মোটরগাড়ির ড্রাইভিং আইনের জন্য স্লোগান লেখার প্রতিযোগিতার একটি বিজ্ঞাপন দেওয়া হয়। সেখানে ব্যবহার করা হয় শিয়ালদা বিদ্যাপতি সেতুর ছবি। খবর প্রকাশ্যে আসতেই শনিবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ টুইট ডিলিট করে দেওয়া হয় ‘মাই গভ ত্রিপুরা’র হ্যান্ডেল থেকে। এমন ঘটনা এবারই প্রথম নয়, উত্তরপ্রদেশেও ঘটেছে। এ নিয়ে কম ট্রোল হয়নি।
ঘটনায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘বিজেপি একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। উত্তরাপ্রদেশে মা উড়ালপুল, উত্তরাখণ্ডে অন্ডাল বিমানবন্দরের পর এবার ত্রিপুরায় শিয়ালদা উড়ালপুল। কয়েকদিন আগে বিপ্লব দেব ‘দিদিকে বলো’র ধাঁচে ‘দাদাকে বলো’, গোয়ায় ‘দুয়ারে সরকার’-এর কপি করেছে। ত্রুপুরা সরকারের ক্ষমা চাওয়া উচিত। এই রাজ্যে যারা পুরভোটের প্রচার করছেন তাঁদের প্রতিটা সভায় নাক খত দিয়ে ক্ষমা চাওয়া উচিত।’
ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো হইচই পড়ে যায়। অবশেষে টুইটার থেকে ছবি মুছে দেওয়া হয়েছে। তবে ডিজিটায় জমানায় সেই টুইটের স্ক্রিনশট ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ফলে স্বাভাবিকভাবেই ত্রিপুরা সরকারের মুখ পুড়েছে।উল্লেখ্য, গত সেপ্টেম্বরে যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশের উন্নয়ন দেখাতে বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি দিয়েছিল। এবং এর পর এই একই ভুল করে বসে উত্তরাখণ্ড।