আগরতলা: গোয়া বিধানসভা নির্বাচনের পর তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে আসবেন। আজ ত্রিপুরায় রাজভবন অভিযানে যাওয়ার সময় একথা জানান তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ডিসেম্বরেই মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে আসবেন। কিন্ত, তিনি আসেননি। তবে, গোয়া বিধানসভা নির্বাচন শেষে তাঁর ত্রিপুরা সফর নিশ্চিত, বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিন ১৫ দফা দাবিতে তৃণমূল কংগ্রেস রাজ ভবন অভিযান করেছে। কিন্ত, রাজ ভবন থেকে কিছুটা দুরে পুলিশ তৃণমূলের রেলি আটকে দিয়েছে। এ-বিষয়ে রাজীব বাবু বলেন, ত্রিপুরার অবস্থা সকলে অবগত রয়েছেন। পুর নির্বাচনে তৃণমূলের পোলিং এজেন্ট দিতে বাধা দেওয়া হয়েছে। এমনকি তৃণমূল প্রার্থীরা আক্রান্ত হয়েছেন।
রাজীবের মতে, প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বিজেপি ব্যর্থ হয়েছে। তাঁরা ক্ষমতায় আসার আগে কেন্দ্রীয় হারে সপ্তম বেতন কমিশন লাগু করার ঘোষণা দিয়েছিল। কিন্ত, কর্মচারী আজও তা পায়নি। আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পুর্ন ভেঙ্গে পড়েছে। বেকারদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা নেই। এমনকি বড় শিল্প গড়ে না উঠার কারণে মানুষের রোজগার হচ্ছে। এরই প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস রাজ অভিযানে জড়ো হয়েছি।

