শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

চাকরিচ্যুত ১০৩২৩ আন্দোলনকে ঘিরে উত্তাল আগরতলা, চললো কাঁদানে গ্যাস, জল কামান

ত্রিপুরা নিউজ ডেস্ক: চাকরিচ্যুত ১০,৩২৩ এর সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল আগরতলা। সরকার সম্পূর্ণ বেআইনি ভাবে তাদের চাকরি থেকে ছাটাই করেছে। তাই তাদের আবার চাকরিতে ফিরিয়ে দিতে হবে। সোমবার ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শেষ দিন।

তাই এই দিনে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবীতে তাই এদিন আবার বিধানসভা ভবন অভিযান কর্মসূচীর সিদ্ধান্ত নেয় এবং অভিযান করে চাকরিচুত্য ১০,৩২৩এর একাংশ সদস্যরা।

এদিন তারা রাজধানী আগরতলার রবীন্দ্রশত বার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল নিয়ে বিধানসভা ভবনের দিকে রওয়ানা হয়। সেই মতো তারা উত্তর গেট, আস্তাবল ময়দান, রাধানগর মোটর স্ট্যান্ড হয়ে এগিয়ে যায়।

তাদের হাতে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবী সম্বলিত প্লে কার্ড ছিল। তাদের মিছিল সার্কিট হাউসের সামনে পুলিশ তাদের আটকে দেয়।

তখন তারা বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এক সময় ঘটনা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, জল কামান দেওয়া হয়।

সব শেষে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে অনেক আন্দোলনকারী আহত হয়েছেন। এরপর ১০,৩২৩এর সদস্যরা ক্ষোভ উগরে দেয়। পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের প্রতি।

তারা বলে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়ে তা রাখছে না। ত্রিপুরা রাজ্য সরকারকে অবিলম্বে তা পালন করতে হবে। তা না করে উল্টে নিরীহ আন্দোলনের উপর পুলিশ দিয়ে আক্রমণ চালানো হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *