ত্রিপুরা নিউজ ডেস্ক: মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে প্রিপেইড অটোরিক্সা এবং ট্যাক্সি পরিষেবা আজ থেকে শুরু হয়েছে। প্রাথমিক প্রিপেইড চার্ট অনুযায়ী আগরতলা শহর ও শহরতলীর ৭৩টি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রিপেইড পরিষেবার সুবিধা পাওয়া যাবে।
আজ বিমানবন্দর প্রাঙ্গণে এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক দীলিপ দাস, এয়ারপোর্ট অথরিটির অধিকর্তা কে সি মিনা প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বাইরে থেকে যে সকল নাগরিকরা রাজ্যে আসেন তাদের কাছে রাজ্যের ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে যানবাহন চালকদের ব্যবহার এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। যা যাত্রী সাধারণের কাছে রাজ্যের মানুষ ও সরকারের এক প্রাথমিক ছবি তুলে ধরার ক্ষেত্রে সহায়ক হয়। পরিবহণ মন্ত্রী আরও বলেন, রাজ্যের পর্যটন শিল্পের বিকাশ উন্নত পরিবহণ ব্যবস্থাকে বাদ দিয়ে সম্ভব নয়। রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্বিক ক্ষেত্র এবং ঐতিহাসিক স্থানগুলি যাতে সাধারণ পর্যটকরা সমস্ত ধরণের সুযোগ সুবিধার মাধ্যমে উপভোগ করতে পারেন তার জন্য রাজ্য সরকার প্রথম থেকেই কাজ করে আসছে। তিনি বলেন, যেকোন কাজ শুরুর পূর্বে ভাবনা সঠিক থাকতে হবে। তবেই গৃহিত কাজ উল্লেখযোগ্য সফলতা লাভ করবে। তিনি বলেন, সাম্প্রতিককালে এমবিবি এয়ারপোর্টে যাত্রী সাধারণের সাথে যানবাহন চালকদের অনেক ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্যের খবর পাওয়া গেছে। এই ক্ষেত্রে চালক এবং যাত্রী উভয়কে বাস্তবিক অবস্থা সম্পর্কে সচেতন হতে হবে। তাই রাজ্য সরকার এক সৌহাদ্যপূর্ণ পরিবেশ সৃস্টি করতে এই প্রিপেইড পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে।
পরিবহণ মন্ত্রী বলেন, পরিস্থিতি সঠিক এবং স্বাভাবিক থাকলেই যেমন যানবাহণের চালকদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে, ঠিক তেমনি যাত্রীরাও ভাল পরিষেবা পাবেন। পরিবহণ, আরক্ষা, পর্যটন দপ্তর, বিবানবন্দর কর্তৃপক্ষ ও জেলাশাসক কার্যালয়ে প্রতিনিধিদের নিয়ে এই প্রিপেইড পরিষেবা পরিচালন কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে পরিষেবা সংক্রান্ত যেকোন সমস্যা সমাধানে এই কমিটি কাজ করবে। প্রিপেইড পরিষেবা প্রদানের জন্য মোট ২৩৫টি অটোরিক্সা নথীভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্য গণপরিবহণ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। পরিবহণ সংক্রান্ত বিভিন্ন ধরণের কাগজপত্র অনলাইনে করা হয়। ফলে দুর্নীতি হ্রাস করার পাশাপাশি মানুষের সময় ও অর্থেরও সাশ্রয় হচ্ছে। এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক ডা. দিলীপ দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবহণ দপ্তরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর।