আগরতলা: শ্রমিক ও মালিকদের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থেই দি ত্রিপুরা শপস অ্যাণ্ড এস্টাব্লিশমেন্টস (ফিফ্থ অ্যামেণ্ডমেন্ট) বিল, ২০২১ (দি ত্রিপুরা বিল নং ৬ অব ২০২১) গ্রহণ করার জন্য বিধানসভায় উত্থাপন করা হয়েছে। এই বিল গৃহীত হলে শ্রমিকদের কোনও ক্ষতি হবে না। আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে এই বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। আলোচনার পর বিলটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।
এই বিলটি অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বিলটি বিধানসভায় উত্থাপন করেন। বিলটির উপর আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যে ইন্সপেক্টর রাজ শেষ করতে চাইছে। যদি শ্রমিকদের কোনও সমস্যা হয় তবে তা সমাধানের জন্য শ্রম দপ্তর রয়েছে। শ্রমিকগণ সমস্যা সমাধানের জন্য শ্রম দপ্তরে আবেদন করতে পারেন। বিভিন্ন শ্রমিক সংগঠনও এ বিষয়ে আলোচনা করতে পারে। শ্রমিক মালিক সবার সুুবিধার জন্যই এই আইন। প্রসঙ্গক্রমে তিনি ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স, বীমার সুুযোগের কথাও তুলে ধরেন।
বিলটি উত্থাপনের পর আইনমন্ত্রী রতনলাল নাথ বিলের পক্ষে আলোচনা করেন। আলোচনায় অংশ নিয়ে বিধায়ক তপন চক্রবর্তী বলেন, এই বিল গৃহীত হলে শ্রমিকদের সমস্যা হবে।আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আলোচনার পর ‘দি পেমেন্ট অব গ্র্যাচুইটি (ত্রিপুরা অ্যামেণ্ডমেন্ট) বিল, ২০২১ (দি ত্রিপুরা বিল নং ৭ অব ২০২১)’ বিলটিও সর্বসম্মতভাবে গৃহীত হয়। বিধানসভায় পাশ করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিলটি সভায় উত্থাপন করেন। তিনি সভাকে আশ্বস্ত করে বলেন, রাজ্য সরকার গ্র্যাচুইটি দেবে না বা বন্ধ করে দেবে একথা বিলে বলা হয়নি। বিলটি সভায় উত্থাপনের পর আলোচনা করেন বিধায়ক ভানুলাল সাহা।

