শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

দুর্গাপূজার মাঝে সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ

ত্রিপুরা নিউজ ডেস্ক: অটো চালকদের ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড তথা TNGCL শনিবার মধ্যরাত থেকে জানবাণের CNG গ্যাসের দাম ৯ টাকা ৩০ পয়সা বৃদ্ধি করেছে।

এর প্রতিবাদে সরব হয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন CITU সমর্থিত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। এই উনিয়নের সদস্যরা রবিবার রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার TRTC সংলগ্ন CNG ফিলিংস স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

অটো রিক্সা এবং ছোট গাড়ি চালকদের নিয়ে এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী।

তিনি বলেন বর্তমান সরকার ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ এবং গাড়ি চালকদের সঙ্গে রসিকতা করছে। বর্তমানে দেশে চরম সংকটময় অবস্থা চলছে দরিদ্র অংশের মানুষের মধ্যে।

বামফ্রন্ট সরকার যখন ত্রিপুরার ক্ষমতা থেকে চলে যায় তখন গ্যাসের দাম ছিল ৩৯ টাকা। তা এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৯টাকা।

সরকার যদি গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে না চলে আসে তাহলে তারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন করবে হুঁশিয়ারিদেন। পাশাপাশি রাজধানী আগরতলার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে অটো চালকরা পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করছে।

দুর্গাপূজা উৎসব চলাকালীন সময়ে এভাবে হঠাৎ করে বিক্ষোভ প্রদর্শনের ফলে তীব্র সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

দুর্গাপূজার মৌসুমে যাতে বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য ঘটনার স্থল গুলিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *