নিজস্ব প্রতিনিধি, আগরতলা: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে আটক দুই ভারতীয় যুবককে রবিবার কৈলাশহর মনু কাস্টম ল্যান্ড ইমিগ্রেশন ও মহকুমা প্রশাসকের উপস্থিতিতে বিএসএফ এর হাতে অর্পণ করল বাংলাদেশ৷ দেশ ফেরত দুই যুবকের নাম রাজীব দেববর্মা ও গুরুপদ্ম দেববর্মা৷ বাড়ি খোয়াই জেলায়৷ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, কৈলাশহর মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা, এসডিপিও ডক্টর চন্দন সাহা, খোয়াই এস ডিপিও রাজীব সূত্রধর সহ প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটে এদিন সেখানে৷ দেশে ফেরত আসার পর তাদের দেখে আত্মীয়-স্বজন ও তাদের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন৷ উল্লেখ্য এই দুই যুবক বাংলাদেশের মৌলভীবাজার জেলার কারাগারে দীর্ঘদিন আটক ছিল৷
রবিবার বাংলাদেশ থেকে ঘরে ফিরেছেন খোয়াইয়ের ১০,৩২৩-র কর্মচ্যুত শিক্ষক গুরুপদ দেববর্মা ও তার ভাই রাজীব দেববর্মা৷ দীর্ঘ নয় মাসেরও বেশি সময়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল এবার৷উল্লেখ্য, গত ২২শে ফেব্রুয়ারি খোয়াইয়ের চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিলের লেংরাবাড়ির চাকরিচ্যুত শিক্ষক গুরুপদ দেববর্মা বাড়ির পাশেই কাঁটাতারের বেড়ার ওপারে নিজের কৃষিজমিতে চাষাবাদের জন্য গিয়েছিলেন৷ সাথে ছিলেন গুরুপদ দেববর্মার খুড়তুতো ভাই রাজীব দেববর্মা৷ তখনই আন্তর্জাতিক সীমান্ত এলাকায় প্রহরারত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর লোকেরা দু’জনকেই ধরে নিয়ে যায়৷
এদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের অভিযোগ আনা হয়৷ নয় মাসেরও বেশি সময় গুরুপদ দেববর্মা আর রাজীব দেববর্মা বাংলাদেশের জেলে বন্দি৷ পরিবারের লোকেরা সমস্যার মধ্যে পড়ে এদের মুক্তির জন্য প্রাণপন চেষ্টা করতে থাকে৷ মুখ্যমন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী, জেলাশাসক, মহকুমা শাসক, বিএসএফ-র উচ্চপদস্থ আধিকারিকের সাথে দেখা করেন ধৃত দুইজনের স্ত্রী সহ আত্মীয়পরিজনেরা৷
আমরা ১০,৩২৩ সংগঠনের সদস্যরাও সংগঠনের উদ্যোগে ডেপুটেশন দেওয়া হয় জেলাশাসক ও রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে৷ জানা যায় যে, রবিবার বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে গুরুপদ দেববর্মা ও রাজীব দেববর্মা ফিরে এসেছেন ভারতীয় ভূখণ্ডে৷ যদিও এর আগে কথা ছিল গত ৩০শে সেপেম্বর তারা ফিরে আসবেন৷ কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়৷ কিন্তু রবিবার তারা মুক্তি পেয়ে ফিরে এসেছেন৷ ইতিমধ্যেই বাংলাদেশের মৌলভীবাজার জেল থেকে বুধবার তারা মুক্তও হয়ে গিয়েছিলেন৷