শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

পুর নিগম সহ আরো ৮টি পুর পরিষদ এলাকায় করোনা কারফিউ ১০ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত

আগরতলা: এখনো করোনার প্রকোপ থামেনি ত্রিপুরায়। তাই, আরও ৭ দিন বাড়ল করোনা কারফিউর মেয়াদ। কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে ত্রিপুরায় আগরতলা পুর নিগম সহ আরো ৮টি পুর পরিষদ এলাকায় করোনা কারফিউ জারি থাকবে ১০ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত। এছাড়া, অন্যত্র সংশ্লিষ্ট জেলা শাসক প্রয়োজন বোধে কারফিউ জারি করতে পারবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে, আগরতলা পুর নিগম এলাকায় যথারীতি করোনা কারফিউর সময়সীমা বৃদ্ধি হয়েছে। তেমনি, একটি পুর পরিষদ নতুন করে কারফিউর আওতায় যুক্ত হয়েছে। সাতটি পুর পরিষদ এলাকায় কারফিউর সময়সীমা বৃদ্ধি করেছে প্রশাসন। সংক্রমণের হার কম হওয়ায় দুইটি পুর পরিষদ এলাকায় কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়নি। তাত্পর্যপুর্ন বিষয় হল, কোভিড বিধি মেনে সমস্ত দফতরকে প্রশিক্ষণ কর্মসূচি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলীয় চালু করার অনুমতি দিয়েছে প্রশাসন।

নয়া ফরমান অনুসারে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে আগরতলা পুর নিগম, রানীরবাজার পুর পরিষদ, জিরানিয়া পুর পরিষদ, উদয়পুর পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, পানিসাগর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ এবং বিলোনিয়া পুর পরিষদ এলাকায় করোনা কারফিউ ১০ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত বলবত্‍ থাকবে। তাতে, আগরতলা পুর নিগম, রানীরবাজার পুর পরিষদ, জিরানিয়া পুর পরিষদ, উদয়পুর পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ, পানিসাগর পুর পরিষদ এবং খোয়াই পুর পরিষদ এলাকায় করোনা কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন করে করোনা কারফিউর আওতায় যুক্ত হয়েছে বিলোনিয়া পরিষদ। কারফিউ কুমারঘাট পুর পরিষদ, কমলপুর পুর পরিষদ এবং সোনামুড়া পুর পরিষদ এলাকা থেকে প্রত্যাহার হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *