শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে সংহতি জানালো যুক্তরাজ্য মোহামেডান

লন্ডন, ৬ অক্টো্বর: এলবিপিসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-এ নিজেদের ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে সংহতি জানালো মোহামেডান স্পোর্টিং ক্লাব, যুক্তরাজ্য। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ৫ অক্টো্বর বিশেষ এ আয়োজন করে ক্লাবটি।

রবিবার পূর্ব লন্ডনের স্টেপনি গ্রীন ফুটবল মাঠজুড়ে মোহামেডানের পক্ষ থেকে ‘স্টপ দ্য জেনোসাইড’ বার্তা দেয়া হয় এবং দলের খেলোয়াড়দের জার্সিতে ফিলিস্তিনের পতাকাসহ ‘পিস অ্যান্ড ফ্রিডম’, ‘রেড লাইন ফর গাজা’, ‘ফ্রি গাজা’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘এন্ড দ্যা অকুপেশন’, ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ ইত্যাদি লেখা বিভিন্ন স্লোগান প্রদর্শিত হয়।

অনাড়ম্বর এ আয়োজনের মাধ্যমে ক্লাবের টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড় ও সমর্থকরা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি তাদের ভালোবাসা ও অবিচল সংহতি প্রকাশ করেন। খেলার মাঠে মানবতার এমন অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত এবং অভিনব হৃদয় ছুঁয়ে যাওয়া এ দৃশ্য মাঠে উপস্থিত দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

ফ্লোটিলার অভিযাত্রীদের সাহসিকতাকে স্বাগত জানিয়ে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘এই উদ্যোগের লক্ষ্য হলো ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো ও গণহত্যা বন্ধের আহ্বান জানানো এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে সংহতি জানানো। সর্বোপরি, নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এবং দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজনমত গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বাধীন ফিলিস্তিন সেখানকার মানুষের অধিকার। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা, এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ৭৪ জন মানুষ শহিদ হয়েছেন। যার মধ্যে ২০ হাজারই শিশু। সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শহিদ হয়েছেন ৩৬৫ জন সংবাদকর্মী। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন। এক লাখ ৬৯ হাজার ৪৩০ জন আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাই। ইরাকে গণহত্যার জন্য অন্যতম দায়ী সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার প্রশাসক হিসেবে নিয়োগের প্রস্তাব করেছেন। আমরা ডোনাল্ড ট্রাম্পের এই ঘৃণ্য প্রস্তাবের তীব্র নিন্দা জানাই।’

বিবৃতিতে গাজার মানুষের ওপর জুলুম বন্ধ না করলে ইসরায়েলকে সব ধরনের ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছে ক্লাবটি।

যুক্তরাজ্যভিত্তিক ক্লাবটির এই পদক্ষেপকে বর্তমান বাস্তবতায় একটি সাহসী অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে গতমাসে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক বিক্ষোভ থেকে পুলিশ প্রায় ৯০০ জনকে গ্রেফতার করেছে। সরকারের নানান বিধিনিষেধের মধ্যেও ক্লাবটি মানবিকতার পক্ষে স্পষ্ট বার্তা দিতে পিছপা হয়নি।

উল্লেখ্য, এলবিপিসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-এ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে যুক্তরাজ্য সফররত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীন সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *