শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

বন্য হাতিকে গুলি, ধৃত যুবক পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি:- তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার চাম্পাই এলাকায় বন্য হাতিকে লক্ষ করে গুলি করার ঘটনায় জড়িত এক যুবককে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত৷ ওই যুবকের নাম রমেন দেববর্মা৷ঘটনার বিবরণে জানা যায় গত চৌঠা আগস্ট চাম্পাই এলাকায় বন্য হাতির দল নেমে আসে৷ খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা সেখানে ছুটে যায়৷তখন ঐ এক যুবক বন্যহাতিকে লক্ষ্য করে গুলি চালায়৷

এ ব্যাপারে বনদপ্তর এর পক্ষ থেকে মুঙ্গিয়াকামি থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়৷ গুলি চালানোর ঘটনায় জড়িত যুবক রমেন দেববর্মাকে ৫ আগস্ট গ্রেপ্তার করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ৷ তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়৷

জেলহাজত থেকে তাকে পুনরায় আদালতে তোলা হলে আদালত তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে মুঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *