ত্রিপুরা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা উপহার হিসেবে ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তাহন্তর করা হয়। এক শ’টি কার্টনে ভরা ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়াল। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা রাজ্যের হর্টিকালচারের পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া।
আনারস হস্তান্তর শেষে ফণিভূষণ জমাতিয়া সাংবাদিকদের জানান, কিউ জাতের আনারস খুবই সুস্বাদু এবং রসালো। এই আনারসগুলো ভারত থেকে বাংলাদেশের জন্য ভ্রাতৃত্বের শুভেচ্ছা উপহার।
এর আগে গত ১৫ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঁচ শ’ কেজি আম উপহার পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র : বাসস