ত্রিপুরা নিউজ ডেস্ক: আগরতলায় ডিওয়াইঅফআই-টিওয়াইঅফ -এর যুব সমাবেশ বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দেশের বিচার ব্যবস্থার স্বাতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি সরকার।
এদিন তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, কেন্দ্রে পুনরায় বিজেপি সরকার ক্ষমতায় আসলে ত্রিপুরায় বেকার সমস্যা দূর হবে,মূল্যবৃদ্ধি হ্রাস পাবে, কৃষকরা ফসলের নায্য দাম পাবেন তা হলে তা আকাশ কুসুম কল্পনা করা হবে।
তাঁর কথায়, কেন্দ্রে যদি আবার বিজেপি ক্ষমতায় আসে তাহলে সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করে দেবে। বিজেপি সরকারকে ক্ষমতায় ফিরে আসতে দেওয়া যাবে না। তার জন্য বিজেপি বিরোধী সব কয়টি রাজনৈতিক দলকে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
তাঁর দাবি , দেশের বিচার ব্যবস্থার স্বাতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি সরকার। আর বিজেপি সব কিছুকে মেনে নেওয়াই মানে দেশে ফ্যাসিস্ট রাজত্বকে কায়েম করা হবে।
এদিন তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের পরাস্থ করতে দুটি আসনেই সিপিআইএম ও তার সহযোগী দলকে জয়যুক্ত করতে হবে।