ত্রিপুরা নিউজ ডেস্ক: বিধায়ক হিসেবে শপথ নিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। শুক্রবার রাজধানী আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার বিধানসভা ভবনের লবিতে তাঁকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , বিধানসভার মন্ত্রীগণ, বিধায়কগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
শপথ গ্রহণের পর নথিপত্রতে হস্তাক্ষর করে বিধায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রফেসর ডঃ মানিক সাহা । যদিও তিনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী তবে নির্দিষ্টভাবে ৮ টাউন বরদোয়ালি কেন্দ্রের বিধায়ক তিনি । শপথ গ্রহণের পর মানিক সাহা জানান ,” বিধায়ক হিসেবে ঈশ্বরের নামে শপথ নিয়েছি আজকে এবং মা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা থাকবে পবিত্র বিধানসভায় যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি । “
এদিন তিনি আরো জানান তেইশের নির্বাচনকে কেন্দ্র করে কার্যকারিনী বৈঠকে আলোচনা হয়েছে । তবে উন্নয়নকে মূল হাতিয়ার করেই বিজেপি এগিয়ে যাবে । তিনি বললেন ভারতীয় জনতা পার্টি মানে উন্নয়ন আর জোট শরিক দল আইপিএফটিও বিজেপির সাথে রয়েছে । শুধু তাই নয় রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসমাপ্ত কাজগুলিকে সমাপ্ত করার কথা ও জানালেন তিনি ।
উল্লেখ্য, বিগত ৬ মাসে তিনবার প্রশাসনিক পদে শপথ গ্রহণ করেছেন প্রফেসর ডঃ মানিক সাহা। ১৪ই জুন ২০২২ ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব কুমার দেবের ইস্তফার পর ১৫ই জুন ২০২২ ত্রিপুরার ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন প্রফেসর ডক্টর মানিক সাহা । তারপর ২৩ জুন ২০২২ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । সেখানে ৮ টাউন বরদোয়ালি কেন্দ্র থেকে বিধায়ক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ।
২৬ জুন ফলাফল ঘোষণা হয় এবং সেখানে জয়লাভ করেন ডঃ মানিক সাহা । ২৮ জুন বিধানসভার লবিতেই বাকি তিন কেন্দ্রের জয়ী প্রার্থীরা বিধায়ক পদে শপথ নেন । কিন্তু রাজ্যসভার সদস্যপদ থাকাতে সেদিন শপথ গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী । এর পরেই হায়দ্রাবাদে দলীয় কর্মসূচিতে অংশ নিতে চলে যান তিনি এবং তা শেষ করেই ৪ঠা জুলাই দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর কাছে রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ পত্র জমা দেন তিনি । সবশেষে ৮ জুলাই বিধায়ক পথ হিসেবে শপথ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা । বিধায়ক হিসেবে শপথ নিয়ে পবিত্র বিধানসভায় জনগণের জন্য কাজ করার ক্ষেত্রে গোটা রাজ্যবাসীর কাছে আশীর্বাদ চেয়েছেন মানিক সাহা।





