সমূহ বিপদে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব! মুখ্যমন্ত্রী বদলের দাবি নিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণের নেতৃত্বে বিজেপির একদল বিধায়ক দিল্লি পৌঁছে গিয়েছেন।
রাজ্যের বিজেপি নেতারা দুষছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের ‘অযোগ্য’ নেতৃত্বকে। বিজেপির বহু নেতা-মন্ত্রী মনে করেন, মুখ্যমন্ত্রীর কারণেই সিপিএম বা কংগ্রেস দিনদিন শক্তিশালী হয়ে উঠছে। ত্রিপুরার ‘আদি’ ও ‘নব্য’ বিজেপি নেতাদের অনেকেরই বিশ্বাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রাজ্য বিধানসভার উপ-বিরোধী দলনেতা বাদল চৌধুরির গ্রেপ্তারের মাধ্যমে বিপ্লব দলকে আরও বিপাকে ফেলেছেন।
বুধবার একসঙ্গেই দিল্লি গেছেন সুদীপ রায়বর্মন এবং সূর্যমণিনগরের দাপুটে বিধায়ক রামপ্রসাদ পাল। সূত্রের খবর, সোমবার তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চেষ্টা করছেন। এমনকী দিল্লির ত্রিপুরা ভবনেও যেতে পারেন। তাঁরা মোট ১২ জন রয়েছেন। তাঁদের সকলের বক্তব্য, ‘বিপ্লবই তো জাগিয়ে তুলেছেন সিপিএমকে।
তাঁর উল্টোপাল্টা কথার জন্য বাংলাতেও ভুগতে হবে দলকে। আমরা জাতীয় নেতৃত্বকে জানাতে চাই যে আমরা সকলেই দলের প্রতিশ্রুতিবদ্ধ কর্মী। রাজ্যে বিজেপি শাসনকে টিকিয়ে রাখতে চাই। তবে যদি বর্তমান নেতাই গদিতে থাকেন, তবে বাম এবং এমনকি কংগ্রেসের মতো বিরোধী শক্তিগুলিও মাথা চাড়া দিয়ে উঠবে।’

